এমোয়াইয়ার হ্যাটট্রিক, মাতৃভূমি কাপের সেমিতে ব্রাইট স্টার

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে প্রবেশ করল ব্রাইট স্টার ক্লাব রাজনগর। ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ৩-০ গোলে প্রতিপক্ষ লোকনাথপুর দলকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে। 

এদিন খেলার প্রথমার্ধ ছিল গোল শূণ্য। যদিও উভয় দল একে অপরকে জোর টেক্কা দিয়েছে কিন্তু প্রথমার্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণাত্মক হয়ে উঠা ব্রাইট স্টার ক্লাব রাজনগর পর পর তিনটি গোল করে। খেলার দ্বিতীয়ার্ধের ৩, ২৫ ও ৩১ মিনিটে হ্যাটট্রিক গোল করেন এমোয়াইয়া। দ্বিতীয়ার্ধে কোন প্রভাব ফেলতে পারেনি লোকনাথপুর। এদিন ব্রাইট স্টার ক্লাব মিজোরাম থেকে আসা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে। অপরদিকে লোকনাথপুর দল উগাণ্ডা ও নাইজেরিয়া থেকে আগত বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামায়, ছিল স্থানীয় খাসি সম্প্রদায়ের জনাকয়েক প্লেয়ার। তবে শেষ রক্ষা হয়নি লোকনাথপুরের, শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে সেমিফাইনাল পাকা করে নেয় শক্তিশালী ব্রাইট স্টার। 

এদিন অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাইট স্টার দলের খেলোয়াড় অগাস্টিন। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ডাঃ দিলীপ পাল, প্রাক্তন খেলোয়াড়দ্বয় হিরন্ময় দাস ও বাচ্চু দাস, সমাজসেবী সুবীর মালাকার ও খুকনকুমার গঞ্জু। এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য, কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মণ। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং ও টিএইচবি আর্জানপুর দল মোকাবিলা করবে।

Spread the News
error: Content is protected !!