ঘুষকাণ্ড : রাজ্যে ভিজিলেন্সের জালে আটক ২
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : কামরূপ এবং গোয়ালওাড়া জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুর্নীতি নিবারক সংস্থা দুজন হাতেনাতে আটক করেছে। শুক্রবার কামরূপ বকো বিধানসভা এলাকাধীন ছমরিয়া রাজস্ব চক্রের কানুনগো প্রদীপ কলিতা মাত্র তিন হাজার হাজার টাকা উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি নিবারণ বিভাগের জালে আটকা পড়লেন।
জানা গেছে, ছমরিয়া রাজস্ব চক্রের প্রদীপ কলিতা ভূমি নথি সংশোধন বাবদ জনৈক শচীন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তির কাছে ৩ হাজার টাকা ঘোষ দাবি করেছিলেনন।সেই মর্মে শুক্রবার ওই ব্যক্তি কানুনগো প্রদীপ কলিতাকে ঘুষের টাকা দেবার সাথে সাথে দুর্নীতি নিবারণ শাখার দলটি তাকে হাতেনাতে ধরে ফেলেন।দুর্নীতি নিবারণ শাখার দলটি প্রদীপঢ কলিতাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তাকে গুয়াহাটিস্থিত বিভাগীয় কার্যালয়ে নিয়ে যান বলে জানা গেছে।
এদিকে, শুক্রবার গোয়ালপাড়ায় উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি নিবারক সংস্থার জালে আটকা পড়লেন কৃষি বিভাগের এক আধিকারিক। বুদ্ধেশ্বর দাস নামের এই কৃষি আধিকারিক সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে জনৈক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। এদিন ওই টাকা গ্রহণ করার সময় তিনি দুর্নীতি নিবারক সংস্থার জালে ধরা পড়েন।