ঘুষ : গ্রেফতার এসিএস অফিসার
বরাক তরঙ্গ, ৫ মার্চ : সরকার কঠোর পদক্ষেপ করার পরও রাজ্যে ঘুষ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ব্যাপক হারে ধরপাকড়ের পরও বাড়তি কামাইয়ের পথ বন্ধ করতে নারাজ সরকারি একাংশ কর্মী বা আধিকারিক। এবার ঘুষ নিতে বিপদে পড়লেন এসিএস অফিসার গৌরব শেখর দাস। তাঁকে দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে। বজালি জেলা কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন গৌরব শেখর দাস। ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন তিনি।
