শরীর চর্চা : বঙাইগাঁও পুলিশ এবং মনোজের অভিনব উদ্যোগ

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হল যেকোন শারীরিক কার্যক্রম যা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে। এর অপর একটি অর্থ হল শরীরের বিভিন্ন স্থানে নিয়মিত আন্দোলন। বিভিন্ন কারণে ব্যায়াম করা হয়, যেমন- মাংসপেশী ও সংবহন তন্ত্র সবল করা, ক্রীড়া-নৈপুন্য বৃদ্ধি করা, শারীরিক ওজন হ্রাস করা বা রক্ষা করা কিংবা শুধু উপভোগ করা। নিয়মিত ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পুনরুদ্ধার হতে সাহায্য করে। হৃদরোগ, সংবহন তন্ত্রের জটিলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং স্থূলতা রোধে শারীরিক ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে।

এছাড়া মানসিক অবসাদগ্রস্ততা দূর করতে, ইতিবাচক আত্মসম্মান বৃদ্ধিতে, সামগ্রিক মানসিক স্বাস্থ্যের সুরক্ষায়, ব্যক্তির যৌন আবেদন বৃদ্ধি, শরীরের সঠিক অনুপাত অর্জনে শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুস্বাস্থ্যের স্থূলতা একটি সমকালীন বিশ্বব্যাপী সমস্যা। ব্যায়াম শরীরের স্থূলতা রোধে কাজ করে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা শারীরিক ব্যায়ামকে “অলৌকিক” এবং “আশ্চর্যজনক” ওষুধ হিসেবে আখ্যা দিয়েছে। শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষার্থে ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণিত।

শরীর চর্চা : বঙাইগাঁও পুলিশ এবং মনোজের অভিনব উদ্যোগ

সেই লক্ষ্যে ১৩ ডিসেম্বর বঙাইগাও পুলিশ এবং এই জেলার অধিক্ষক স্বপ্নিল ডেকা এবং মনোজ এমজে এবং দল ফিটনেস এর লক্ষ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে বঙাইগাও থানায় ১৮০ জন পুলিশ সদস্যের জন্য শারীরিক শিক্ষা প্রশিক্ষণ পরিচালনা করেন। উল্লেখ্য যে মনোজ এম যে একটি উপযুক্ত পদক্ষপ নেন, মনোজ এম যে এর  এই পদক্ষেপ দেখে ভূয়সী প্রশংসা করেন বঙাইগাঁওবাসী।

Author

Spread the News