শিলচরের ট্যাঙ্ক রোডে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : বৃহস্পতিবার শিলচর ট্যাঙ্ক রোড এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে তারাপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল প্রায় ১১টার দিকে পথচারীরা ট্যাঙ্ক রোডের পাশের এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক ৬০ বছর বয়সী ওই অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তারাপুর থানা কর্মীরা জানান, মৃত ব্যক্তির গায়ে পরনে ছিল একটি নীল রংয়ের ট্রাকসুট।পরিচয় উদঘাটনের জন্য থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে সহায়তা চাওয়া হয়েছে। কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে বা তার পরিবারের খোঁজ দিতে পারলে দ্রুত তারাপুর থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার দাবি তুলেছেন।

