শালেঙ্গা খাল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, সন্দেহ খুন, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : সোনাইর শিলডুবি প্রথম খণ্ডে শালেঙ্গা খাল থেকে উদ্ধার হল নিখোঁজ এক যুবকের মৃতদেহ। মৃতের নাম দুর্গাচরণ গোয়ালা (৪১)। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ গরু চরাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন দুর্গাচরণ। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে শালেঙ্গা খালে দুর্গাচরণের দেহ ভেসে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, উদ্ধার হওয়া দেহে জিহ্বা বাইরে বেরিয়ে থাকা এবং একটি চোখ উপড়ে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে। পরিবারের সন্দেহ, দুর্গাচরণকে হত্যা করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে শিলচর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

