জেলাশাসকের অফিসের ভেতর থেকে উদ্ধার মহিলা পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ

২৬ মে : জেলাশাসকের অফিসের ভেতর থেকে উদ্ধার হল মহিলা পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ। তামিলনাডুর নাগাপট্টিনামের ঘটনা। মৃতের নাম অভিনয়া। তিনি মায়িলাদুথুরাই জেলার মানাকুডির বাসিন্দা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা ওই পুলিশকর্মীকে গুলি করে খুন করল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে নাগাপট্টিনামে জেলা শাসকের অফিসের ভেতরে ডিউটিতে ছিলেন ২৯ বছরের ওই কনস্টেবল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনয়ার সঙ্গে আরও একজন মহিলা কনস্টেবলও ডিউটিতে ছিলেন। রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎ গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে অন্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে অভিনয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ের বাঁ দিকে গুলি লেগেছিল। রক্তক্ষরণ হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল সিল করে দিয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাগপট্টিনাম জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কে তাঁকে গুলি করল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

জেলাশাসকের অফিসের ভেতর থেকে উদ্ধার মহিলা পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ
Spread the News
error: Content is protected !!