ঝড়ে ডুবল নৌকা শরীফনগরে, প্রাণ রক্ষা শিশু সহ পাঁচ যাত্রীর

ঝড়ে ডুবল নৌকা শরীফনগরে, প্রাণ রক্ষা শিশু সহ পাঁচ যাত্রীর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জুন : করিমগঞ্জের শহরতলি শরীফনগরে ভয়াবহ এক  নৌকা ডুবির ঘটনা ঘটে গেলো বুধবার বিকেলে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও বরাত জোরে প্রাণ রক্ষা হল একটি কোলের শিশু সহ পাঁচ জন যাত্রীর। জানা গেছে, বুধবার অনুমানিক বিকেল সাড়ে তিনটার দিকে শরীফনগরস্থিত (পূর্বের) ৪৪ নং জাতীয় সড়কের তেমাতার পাশ থেকে একটি রটেসনের বারকির (ভাড়া) নৌকা পাঁচজন যাত্রী ও একটি শিশু সহ একজন ব্যবসায়ীর তার দোকানের মাল সামগ্রী নিয়ে নৌকায় বাঘন গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নৌকাটি যাত্রা আরম্ভ করার আট- দশ মিনিট পর যখন পুরানো আসাম ব্রিক ইন্ডাস্ট্রির পার্শ্ববর্তী দেওখা বিলের উপর চলে আসে। তখন হঠাৎ তীব্র গতিতে ঝড় বৃষ্টি শুরু হয়। পাশাপাশি ওই জায়গার বন্যা কবলিত এলাকায় শুরু হয় জলের ঢেউ। তখন চলতে থাকা নৌকাটি বিশাল ঢেউয়ের মোকাবেলা করতে গিয়ে হঠাৎ পাল্টিয়ে খেয়ে জুলে ডুবে যায়। এমতাবস্থায় ব্রিকস ইন্ডাস্ট্রির উপরতলার একটি ঘরের উপর বসবাসরত মানুষের নজরে পড়ে এতে সঙ্গে সঙ্গে এখানে থাকা জনৈক সাব্বির আহমেদ চৌধুরী, জাকারিয়া আহমদ, লোকাই মিয়া সহ আশপাশ এলাকার অনেকেই ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন   এবং অন্য একটি নৌকা নিয়ে  অনেক কষ্ট করে এগিয়ে গিয়ে ওই ডুবন্ত নৌকার যাত্রীদের কোনমতে  উদ্ধার করতে সক্ষম হন বলে জানা যায়।

নৌকায় থাকা যাত্রী মানিক ছোট্ট শিশুকে পার্শ্ববর্তী একটি ফিশারির জালে ধরে কোনমতে নিজেকে টিকিয়ে রেখে শিশুটিকে কাঁধে উপরে তুলে রাখেন পরবর্তীতে উদ্ধারকারী দল নৌকা নিয়ে যাওয়ার পর মানিক সহ শিশুটির প্রাণ রক্ষা করে বাঁচাতে সক্ষম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এছাড়া নৌকায় ছিলেন বাঘনের ব্যবসায়ী লিমন উদ্দিন, মানিক উদ্দিন, মনোয়ারা বেগম, শেফালী নমঃশূদ্র, কলেজ পড়ুয়া এক মেয়ে, চালক সহ আরও দুজন। সবাই নিজ নিজ অপ্রাণ চেষ্টা সহ উদ্ধারকারীদের সাহায্য সহযোগিতায় নিশ্চিত মৃত্যুর মুখে থেকে সৃষ্টিকর্তার কৃপায় কোনমতে রক্ষা পান। এই নৌকা ডুবিতে সব যাত্রীদের টুকটাক ক্ষতিগ্রস্ত হওয়া সহ সবার মোবাইল ফোন নষ্ট হওয়ার পাশাপাশি বিশেষ করে ব্যবসায়ী লিমন আহমদের প্রায় ৫০ হাজারের অধিক মূল্যের বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, তিন চারদিন আগে শরীফনগরে আরেকটি নৌকাডুবিতে হুমায়ুন কবির চৌধুরী সহ আরও দুজনের মোবাইল জলে ভিজে নষ্ট হয়েছে। পাশাপাশি তিনজন স্ব-শরীরে বিপদের হাত থেকে নিজেদের প্রচেষ্টায় রক্ষা পেয়েছেন বলে জানা যায়।

Author

Spread the News