মোদির জন্মদিনে পাথারকান্দি যুবমোর্চার উদ্যোগে রক্তদান শিবির

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। এই সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে এক অনন্য শ্রদ্ধার্ঘ্য জানালেন পাথারকান্দি যুবমোর্চা।

শিবিরের সূচনা হয় সকাল ১০টায় পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবমোর্চার সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এক দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা করেন পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই শিবিরে বহু রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাথারকান্দি মণ্ডল যুবমোর্চা সভাপতি অনিরুদ্ধ মজুমদার বলেন,
“আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিনিয়ত জনসেবার মাধ্যমে তাঁর জীবন উৎসর্গ করছেন। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, যুবসমাজের প্রেরণার উৎসও বটে। সমাজকল্যাণ ও উন্নয়নের মাধ্যমে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্বপ্ন পূরণে তিনি অটল। তাই আজকের দিনে, এই মহান দেশপ্রেমিকের জন্মদিনে, আমাদের প্রতিটি রক্তের ফোঁটা আমরা দেশের জন্য উৎসর্গ করলাম।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাথারকান্দি মণ্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা, লোয়ারপোয়া মণ্ডলের প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দী, মণ্ডলের উপ-সভাপতি নবকুমার সিনহা, লোয়ারপোয়া মণ্ডলের সভানেত্রী শম্পা চৌধুরী, মৌসুম দাস, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল ত্রিপাঠি, কৃষ্ণ দেবনাথ, মণ্ডলের সাধারণ সম্পাদক নিখিল সোম, মিন্টু সিনহা, যুবমোর্চার পান্না গোপ প্রমুখ।

এই মহৎ কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলাকায় এক বিশেষ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীদের মধ্যে নতুন প্রজন্মের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেক তরুণ-তরুণীই জানান, তাঁরা নিয়মিতভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান।

একই সঙ্গে রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে মোদির জন্মদিন উদযাপন নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল বলে মনে করছেন স্থানীয়রা।

Spread the News
error: Content is protected !!