রুদ্রাক্ষ এর রক্তদান শিবির

শুভ দাস, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ মে : নিলামবাজারে রক্তদান শিবিরের আয়োজন করে রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শনিবার আয়োজিত শিবিরে ১৬ জন রক্তদান করেন।  শিবিরে উপস্থিত ছিলেন সর্বজিত দাস, অরূপ রায়, সুনির্মল নাথ, আলতাফ চৌধুরী। তাঁরা বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সব স্তরের সচেতন নাগরিকদের রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

রুদ্রাক্ষ এর রক্তদান শিবির

এ দিন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌভিক রায়, রাজেশ দাস, সুপ্রিও দেব, সম্রাট দাস, পরশমনি দাস, শমীক রায়, স্বরজ পল, বিষক রায়, ত্রিদীপ রায়, বৃষ্টি দাস, অনিমেষ পাল, প্রকাশ বৈদ্য, দেবাশিস নমশুদ্র, অরূপ দাস, রজত দাস, হীরক পাল প্রমুখ।

Author

Spread the News