রাধামাধব কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির
বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : রাধামাধব কলেজের স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টার, রেডরিভন ক্লাবের উদ্যোগে এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম ও কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাধামাধব কলেজে। শনিবার অনুষ্ঠিত এই রক্তদান শিবির রাধামাধব কলেজের ছাত্রছাত্রী, শিক্ষাকর্মীরা ও প্রাক্তনী সংস্থার সদস্যরা রক্তদান করেন।
এদিন দুপুর ১২টায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিতোষ (আশু) পাল। তিনি স্বেচ্ছায় রক্তদানে কলেজের ছাত্র ছাত্রীদের উৎসাহের প্রশংসা করেন। শিবিরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, সকল প্রকার দানের মধ্যে রক্তদান হচ্ছে মহৎ দান। রাধামাধব কলেজ স্টুডেন্ট হেল্থ কেয়ার সেন্টারের কোঅর্ডিনেটর ড. দেবাশিস রায় রক্তদানে এগিয়ে আসা কলেজের সকল ছাত্রছাত্রী, শিক্ষা কর্মী ও প্রাক্তনী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান। আগামী দিনেও এধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, রাধামাধব কলেজ সামাজিক কাজকর্মে সবসময়ই এগিয়ে। কলেজের ছাত্রছাত্রীরাও খুব উৎসাহী। রক্তাদানেও তারা যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বর্তমানে দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েরাই রক্তদানে বেশি এগিয়ে। এদিনের শিবিরে কলেজের অফিসকর্মী সুরজিৎ রায়, অরূপ পাল, সন্দীপ নাথ এবং কলেজের প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে বৈশাখী অধিকারী ও শতাব্দী চক্রবর্তী রক্তদান করেন। এছাড়া কলেজের ছাত্র ছাত্রীরাও রক্তদান করেন। রক্তদানের জন্য আরও অনেক উপস্থিত ছিলেন কিন্তু হিমোগ্লোবিন কম থাকায় তারা রক্তদান করতে পারেননি। এদিন শিবিরে মোট ১৬ জন রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের সার্টিফিকেট ও একটি মেডেল দিয়ে উৎসাহিত করা হয়।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডঃ মনোজ কুমার পাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ (আশু) পাল, কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহ-সভাপতি রঞ্জিতকুমার মিশ্র, সদস্য সত্যজিৎ দে সহ মহিলা শাখার কার্যকরী সভানেত্রী কিঙ্কিনি দে দত্ত, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ প্রমুখ। কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ সবনম বাহার বড়ভূইয়া, সুপারভাইজার জহিরুল ইসলাম এবং নার্সদের মধ্যে ছিলেন প্রিয়ঙ্কা সিংহ, জুনমণি সরগিয়ারি, হিয়াতিঙ তপ্ন এবং ল্যাব অ্যাসিস্টেন্ট রাহুল।
এছাড়াও শিবের উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম, সম্পাদক রাজদীপ অধিকারী ও অন্যান্য সদস্যরা। রধামাধব কলেজের শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি কর্মচারীরাও শিবিরে উপস্থিত ছিলেন। শিবির পরিচালনা ও সফল করে তুলতে স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের প্রত্যেক সদস্য এবং ছাত্র ছাত্রীরা সক্রিয় ভূমিকা পালন করেন। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।