বাল্যবিবাহ নিয়ে ব্লক পর্যায়ে সচেতনতা সভা সোনাইয়ে
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : সুরক্ষিত শৈশব ও সুরক্ষিত ভারত কর্মসূচির আওতায় বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে প্রয়াস চালিয়ে আসছে। শহর থেকে গ্রাম সর্বত্র বাল্যবিবাহ, মহিলা নির্যাতন, যৌন হেনস্তা নিয়ে সচেতনতা অভিযান চলছে দেশজুড়ে। এর অঙ্গ হিসাবে মঙ্গলবার সোনাই মাল্টিপারপাস ভবনে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। নিবেদিতা নারী সংস্থা শিলচর এর ব্যবস্থাপনায় ব্লক পর্যায়ের এই সভায় সোনাই থানার ওসি এমএম হেণ্ডিক, সোনাইর বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, নতুনরামনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি আসরাফ কালাম লস্কর, সোনাইর সহকারি বিডিও কুঞ্জ সিংহ, নিবেদিতা নারী সংস্থার প্রোগ্রাম ডিরেক্টার সুবীর রায়, স্মিতা বর্মন ও স্কুল ছাত্রী রুবিয়া বেগম লস্কর প্রমুখ বাল্যবিবাহের কুফল নিয়ে বক্তব্য রাখেন।
সোনাই থানার ওসি এমএম হেণ্ডিক বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মকব্যাধি। মানব জীবনের বড় অভিশাপ। বাল্যবিবাহের ফলে একটি পরিবারে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। বাল্যবিবাহের ফলে অপ্রাপ্তবয়সে মহিলারা সন্তানের জন্ম দিতে গিয়ে স্বাস্থ্যের দারুন অবনতি ঘটে। অনেকে মারা যান তাই এই ব্যাধি থেকে মুক্ত হতে উপস্তিত স্কুল ছাত্র মহিলা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেন, পসকো আইনের আওতায় এর শাস্তির কঠোর বিধান রয়েছে। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে সোনাই পুলিশ তৎপর রয়েছে। কোন ও স্থানে বাল্যবিবাহের খবর পাওয়া গেলে সত্তর পুলিশের কাছে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া ধর্ষণ, যৌন হেনস্তা, মহিলা নির্যাতন নিয়ে ও কঠোর শাস্তির বিধানের কথা জানিয়ে দিয়েছেন। বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর ও বাল্যবিবাহ, মহিলা নির্যাতন, যৌন হেনস্তা ইতয়াদির বিরুদ্ধে সবাই কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অভিভাবকদের সচেতন থাকার জোরালো আহ্বান জানিয়েছেন। গ্রামগঞ্জে সর্বত্র এ নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।