আম্বালায় ব্ল্যাক আউট, রাজস্থানে ১০টি পাক ড্রোন নামালো ভারতীয় সেনা

৯ মে : সন্ধ্যে আটটা থেকে সকাল ৬টা অবধি সমস্ত আলো নেভানো থাকবে আম্বালায়। হামলা এড়াতে এই সতর্কতা নেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফে। সেই সঙ্গে শুক্রবার বিদেশ সচিবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সাংবাদিক সম্মেলন করছেন। আর এই সম্মেলন থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে পাকিস্তান অসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে। নিজেদের নাগরিকদের জীবন যে পাকিস্তান জেনে বুঝেই বিপদে ফেলছে তাও স্পষ্ট করা হয়।

এ দিকে, রাজস্থানে ১০টি পাক ড্রোন নামালো ভারতীয় সেনা। এখনও পর্যন্ত রাজস্থানের বারমেল ও জয়সলমেরে পাকিস্তানের ১০টি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। ইতিমধ্যেই গোটা এলাকা ব্ল্যাক আউট করে দিয়েছে। সীমান্তবর্তী একাধিক জায়গাতেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। প্রস্তুত হয়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনা। এছাড়াও ভারতীয় সেনার তরফেও পাকিস্তানকে কড়া ভাষায় উত্তর দেওয়া হয়েছে। অমৃতসরেও পাকিস্তানের ড্রোনকে গুলি করে নামানো হয়েছে।

আম্বালায় ব্ল্যাক আউট, রাজস্থানে ১০টি পাক ড্রোন নামালো ভারতীয় সেনা
Spread the News
error: Content is protected !!