কাছাড়ে বিজেপির প্রাথমিক সদস্য ভর্তি অভিযান শুরু
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : কাছাড়ে বিজেপির প্রাথমিক সদস্য ভর্তি অভিযান শুরু হল। বুধবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার প্রাথমিক সদস্য ভর্তি অভিযানের সূচনা করেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রদীপ প্রজ্জলন ও ভারত মাতার সামনে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন এবং ভারতীয় জনতা পার্টি অসমের জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে এবং অসম সরকার ১লক্ষের অধিক বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছে এবং ২০২৫ সালের মধ্যে আরও ৫০ হাজার চাকরি প্রদান করা হবে। সভায় বক্তারা এবারের বিধানসভায় গুরুত্বপূর্ণ কিছু বিল পাস করা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাঁরা বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক কৌশিক রায়, কণাদ পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, বিধায়ক মিহিরকান্তি সোম, মঞ্জুল দে, বুথ কমিটির কর্মকর্তারা।