বিজেপির ইস্তেহার ‘সংকল্পপত্র’ প্রকাশ মোদির
১৪ এপ্রিল : বাংলা নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এর নাম দেওয়া হয়েছে ‘সংকল্পপত্র’। রবিবার বিআর আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দফতর থেকে ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইস্তেহারে উল্লেখ করা হয় ‘জনঔষধি সেন্টারে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে ওষুধের দামে’। ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে’। “দেশে গ্রিন জব তৈরি করা হবে। দেশে ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি বাড়ানো হবে”। মহাকাশ ক্ষেত্রেও উন্নতি হবে। সামাজিক, ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করা হবে। উড়ান ব্যবস্থার উন্নতি করা হবে। ড্রিম সেন্টার তৈরি করা হবে।
আরও বন্দে ভারত ট্রেন চালু হবে। তিনটি মডেলে চলবে-বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ারকার ও বন্দে ভারত মেট্রো। বুলেট ট্রেন চালু হবে দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার স্মরণে আমরা বিশ্বজুড়ে মহা উৎসাহের সঙ্গে রামায়ণ উৎসব পালন করব। এছাড়াও ইস্তেহারে বলা হয়েছে, “বিশ্বজুড়ে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় রামায়ণ পালিত হয়। আমরা ভগবান রামের বাস্তব ও অদৃশ্য উত্তরাধিকার নথিভুক্ত করতে এবং সমস্ত দেশে প্রচারের জন্য একটি বিশ্বব্যাপী প্রচার কর্মসূচি চালু করব।”
উল্লেখ রয়েছে “এক দেশ, এক নির্বাচনের চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথাও”। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে।