তিন রাজ্যে জয়, পাথারকান্দিতে বিজেপির উল্লাস

বরাক তরঙ্গ ৩ মার্চ : উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয়া ও নাগাল্যান্ডে প্রত্যাশিত জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠলেন পাথারকান্দি বিজেপির কর্মী সমর্থকরা। তিন রাজ্য দলের অভাবনীয় জয়ে বাজি-পটকা ফুটিয়ে ও আবিরে রাঙা হলেন গেরুয়া দলের কর্মীরা। পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন। পরে তারা বলেন দেশের সাধারণ জনগণ যে বিজেপির সঙ্গে আছেন সেটা সম্প্রতি অনুষ্ঠিতব্য তিন রাজ্যের ফলাফলই জানান দিচ্ছে।

এ সম্পর্কে কথা বলতে গিয়ে বিজেপির পাথারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা বলেন, উত্তর-পূর্বে ত্রিপুরা ও নাগাল্যান্ডে আগামী পাঁচ বছরের জন্য বিরোধীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। মেঘালয়ে এবার বিজেপি দুই থেকে পাঁচটি আসন ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। বলেন, বিশেষ করে ত্রিপুরার নির্বাচনী ফলাফল বরাক তথা পাথারকান্দি গেরুয়া শিবিরের কাছে বিরাট এক প্রাপ্তি। কেননা দলীয় বৃহৎ স্বার্থে এবার সেই রাজ্যের নির্বাচনী প্রচারের বিশেষ দায়িত্ব পেয়েছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাই স্বাভাবিক ভাবে এই নির্বাচনটি বিধায়কের কাছে রীতিমত চ্যালেঞ্জ ছিল।

তিন রাজ্যে জয়, পাথারকান্দিতে বিজেপির উল্লাস

তিনি বলেন শুধু তাই নয় দলীয় নির্দেশে নিজের দায়িত্বে থাকা দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে সময়ে সময়ে নানা ব্লু-প্রিন্ট ও রচনা করেছিলেন দলীয় এই বিধায়ক। ফলে অনায়াসে উত্তর ত্রিপুরার গোমতি জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে সহজ জয় পায় বিজেপি। তাই জয়ের কৃতিত্বের পেছনে বিধায়ক কৃষ্ণেন্দু পালের অনেক পরিশ্রমের ফসল রয়েছে বলে জোর গলায় দাবি করেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি

Author

Spread the News