পাথারকান্দিতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ মে : ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যকে সম্মান জানিয়ে এবং দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া ও পাথারকান্দি মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত হল এক ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা। এই বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় দুই হাজারেরও অধিক দলীয় কর্মকর্তা ও সাধারণ মানুষ, যা গোটা এলাকায় দেশপ্রেমের এক অনন্য আবহ সৃষ্টি করে।

বৃহস্পতিবার এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জিব বনিক। তাঁর সঙ্গে ছিলেন জেলা সহ-সভাপতি ঋষিকেশ নন্দি, সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী, সম্পাদিকা নমিতা গোয়ালা, এসসি ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, লোয়াইরপোয়া মন্ডল সভানেত্রী সম্পা চৌধুরী সুনালী, এবং পাথারকান্দি মন্ডল বিজেপির সভাপতি শশিবাবু সিনহা।

পাথারকান্দিতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা

এদিনের এই কর্মসূচিতে পাথারকান্দির আকাশজুড়ে উড়েছে গর্বের তেরঙ্গস। মানুষের কণ্ঠে ছিল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি, চোখে ছিল গর্ব আর প্রত্যয়ের ঝিলিক।

পাথারকান্দিতে বিজেপির বিশাল তিরঙ্গা যাত্রা
Spread the News
error: Content is protected !!