দক্ষিণ হাইলাকান্দিতে ভোট কেন্দ্রে মৃত্যু ভিডিপি কর্মীর, শোক বিজেপি- ইউডিএফের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : ভোটকেন্দ্রের ভেতরে উচ্চ রক্তচাপে মৃত্যু ঘটল এক ভিডিপি কর্মীর।ঘটনাটি ঘটেছে রামনাথপুর থানাধীন কিল্লারবাক-ঝালনাছড়া জিপির ৬২৯ নং ঝালনাছড়া এলপি স্কুলে। শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় এই আকস্মিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম ফারুক আহমেদ লস্কর।

ইউডিএফ-বিজেপি উভয়ের দাবি তাদের পোলিং এজেন্ট !

জানা যায়, ভোটের দায়িত্ব পালনরত অবস্থায় উচ্চ রক্তচাপে আক্রান্ত হন ফারুক আহমেদ। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হঠাৎ করে এমন এ ঘটনায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পরে অবশ্য কিছু সময় পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ঘটনার পর তড়িঘড়ি ফারুক আহমেদকে নিয়ে যাওয়া হয় জামিরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ফারুকের মরদের ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় ঝালনছড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দক্ষিণ হাইলাকান্দিতে ভোট কেন্দ্রে মৃত্যু ভিডিপি কর্মীর, শোক বিজেপি- ইউডিএফের

ফারুক আহমেদ লস্কর ২০২৩ সালে জেলার সেরা ভিডিপি কর্মী হিসাবে পুরস্কৃত হয়েছিলেন। তাঁর বাবার নাম প্রয়াত আলা উদ্দিন লস্কর। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ভোটে ৬২৯ নং ঝালনাছড়া এলপি স্কুলের ৩১৫ নং ভোট কেন্দ্রে  দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে ফারুকের মৃত্যু সংবাদ  দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।                        

দক্ষিণ হাইলাকান্দিতে ভোট কেন্দ্রে মৃত্যু ভিডিপি কর্মীর, শোক বিজেপি- ইউডিএফের

এদিকে, ইউডিএফ এবং বিজেপি উভয়েই তাদের কর্মী হিসাবে দাবি করতে থাকে। বিধায়ক সুজাম উদ্দিন লস্কর ফারুক আহমেদকে তাদের পোলিং এজেন্ট বলে তুলে ধরেন প্রচার মাধ্যমে। অনুরূপ ভাবে বিজেপির সংখ্যালঘু মোর্চাও তাদের পোলিং এজেন্ট বলে দাবি করছে।  জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আমজাদুল হোসেন মজুমদার এবং সম্পাদক খাইরুল আলম মজুমদার  সহ নাজির আহমেদ উসমানি প্রয়াত ফারুকের বাড়িতে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। বিজেপি কর্মীরা মরদেহের উপর দলীয় পতাকা দিয়ে সম্মান জানায়। তবে সাধারণ জনতার বোধগম্য হচ্ছে না মৃত ফারুক আহমেদ কোন দলের এজেন্ট ছিলেন।

Author

Spread the News