পঞ্চায়েত সহ বিধানসভা নির্বাচনে সবক’টি আসন দখল করবে বিজেপি : রূপম সাহা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : পঞ্চায়েত নিৰ্বাচন সহ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সবক’টি আসন বিজেপি দখল করবে। পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, এপি ও জিপিতে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে পঞ্চায়েত দখল করবে বিজেপি। শনিবার শিলচরে বিজেপি জেলা সভাপতি রূপম সাহা একথা বলেছেন। এদিন কার্যনির্বাহক সভা উপলক্ষে পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি রূপম সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বরিষ্ঠ নেতা নিত্য ভূষণ দে, ঔবধেশ সিং, অমিতাভ রায়, গোপাল রায়, অভ্রজিৎ চক্রবর্তী, হেমাঙ্গ শেখর দাস, সৌমিত্র দেব প্রমুখ। রূপম সাহা বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে প্রত্যেক এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এই গতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী করার আহ্বান জানান তিনি।
এদিন কার্যবাহী সভায় দলীয় কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। মন্ত্রী কৌশিক রায় বলেন, সকলের নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সংগঠন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে কামনা করেন তিনি। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার আয়োজিত কার্যনির্বাহক সভায় অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নবগঠিত জেলা কমিটি সহ দায়িত্বপ্রাপ্ত সকল কার্যকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্য সহসভাপতি ডাঃ রাজদীপ রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, নীহাররঞ্জন দাস, বিমলেন্দু রায় প্রমুখ।
