কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র

১৪ মে : অপারেশন সিঁদুরের জন্য যেখানে গোটা দেশ সেনাবাহিনীর পাশে থেকে বাহবা দিয়েছে ঠিক তখনই হল ছন্দপতন। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন।

কর্নেল সোফিয়া কুরেশিকে পাকিস্তানি জঙ্গিদের বোন বলে বিতর্কিত মন্তব্য করলেন এই বিজেপি-র এই মন্ত্রী। ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে তিনি কর্নেল সোফিয়াকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির এই মন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করেন। তার করা মন্তব্যটি শেয়ার করেছে কংগ্রেস। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরণের মন্তব্য কেন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যের জন্য শাহ-র কঠিন সাজা দাবি করেছেন।

নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে বলেন, বিজেপির মন্ত্রী যে মন্তব্য করেছেন তা চরম অপমানের। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা তার এই মন্তব্যকে ধিক্কার করছি।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র

মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমাঙ্গ শিনঙ্গারও নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। তিনি বলেন, এই সময় এমন মন্তব্য করা দেশের সেনাবাহিনীকে অপমান করা।

কংগ্রেস নেতা পবন খেরাও নিজের এক্স হ্যান্ডেলে এই কথার তীব্র বিরোধীতা করেছেন। এই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেন তিনিও।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র

বিভিন্ন মহলের কড়া সমালোচনার পর বিজয় শাহ বেশ চাপে পড়ে যান। তিনি বলেন, পহেলগাঁও নিয়ে ভারতীয় সেনার অপারেশনকে তিনি সম্মান করেছেন। তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। কর্নেল সোফিয়া কুরেশিকে তিনি সম্মান করেন।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর পর ভারতীয় সেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশিকে সঙ্গে নিয়ে মিডিয়ার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। ২০১৬ সালে কর্নেল সোফিয়া কুরেশি প্রথম মহিলা যিনি উইং কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।   
খবর : আজকাল ডট ইন।

Spread the News
error: Content is protected !!