২ মার্চ ফলাফল, সমীক্ষায় দুই রাজ্যে এগিয়ে বিজেপি

২৮ ফেব্রুয়ারি : ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ। তার আগে মেঘালয় ও নাগাল্যান্ডের ভোটগ্রহণ সম্পন্ন হতেই প্রকাশ্যে এল তিন রাজ্যের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। মেঘালয় বাদে বাকি দুই রাজ্যে ফের উঠতে চলেছে গেরুয়া ঝড়। যদিও জনতা জনার্দন ভোট বাক্সে কী জবাব দিয়েছে, তা জানতে অপেক্ষা করতে হবে ২ তারিখ পর্যন্ত।
এ দিকে, সোমবার মেঘালয় ও নাগাল্যান্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৩২ শতাংশ ও ৮১.৯৪ শতাংশ। যা দুই পাহাড়ি রাজ্যে রেকর্ড।

ভোটগ্রহণ উত্তর-পূর্বের দুই রাজ্যে। মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০ টি বিধানসভা কেন্দ্র। তবে এ দিন দুই রাজ্যেরই ৫৯ টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করবে। জমি ছাড়তে নারাজ বিজেপিও।

Author

Spread the News