চড়ের মাশুল! বিজেপি নেতাকে ৩ বছরের কারাদণ্ড
২১ ডিসেম্বর : রাজস্থানের এক বিজেপি নেতাকে ৩ বছরের কারাদণ্ড দিল আদালত। ২০২২ সালে বন দপ্তরের উচ্চপদস্থ এক কর্তাকে চড় মারার অপরাধে ওই নেতা এবং তাঁর এক সহযোগীকে এই সাজা শোনানো হয়েছে। ওই ঘটনায় দুজনকেই ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সূত্রের খবর, ২০২২ সালে বন দপ্তরের কর্তা রবিকুমার মীনা একটি অভিযোগ দায়ের করেছিলেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ভবানী সিংহ রাজাওয়াতের বিরুদ্ধে। সেইসময় রাজস্থানের বন দপ্তরের ডেপুটি কনজ়ারভেটর ছিলেন রবিকুমার। অভিযোগে বলা হয়েছিল যে, ভবানী সিংহ দলবল নিয়ে তাঁর দপ্তরে চড়াও হন এবং চড় মারেন তাঁকে। মন্দিরের কাছে একটি রাস্তার কাজ আটকে যাওয়ার অভিযোগ তুলে চড় মারা হয় তাঁকে, এমনটাই জানিয়েছিলেন ওই বনকর্তা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।