সোনাই ও কচুদরম হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরন বিজেপির
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্ম দিবস উপলক্ষে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কচুদরম মডেল হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল বিতরন করল বিজেপি। বুধবার সকালে দু’টি হাসপাতালের রোগীদের রাজ্য কার্যকরী কমিটির সদস্য তথা রামনগর মণ্ডলের প্রভারী ভজন সেন সহ সোনাই বিজেপির নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমকে ভজন সেন জানান, মোদিজির জন্মতিথিতে তাঁরা রোগীদের মধ্যে ফলমুল বিতরন করেন। এছাড়াও মোদির জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা রয়েছে।
তাছাড়া সেবা সপ্তাহ হিসেবে স্বচ্ছ অভিযান, রক্তদান শিবির, বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। মহাত্মাগান্ধীর জন্ম দিবস ২রা অক্টোবর পর্যন্ত রুটিনমাফিক কর্মসূচি তাদের হাতে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার সভানেত্রীর প্রতিনিধি সুবিনয় দাস, পুর কমিশনার প্রতিনিধি রামকৃষ্ণ নাথ, মিডিয়া ইনচার্জ রুকন উদ্দিন চৌধুরী, বিজেপি যুবমোাচার সভাপতি পিঙ্কু দাস, দক্ষিন সৈদপুর জিপির সভানেত্রী রেজিয়া সুলতানা বড়ভূইয়া, তাহের বড়ভূইয়া সহ অনেকে। এছাড়া হাসপাতালের চিকিৎসক মহিবুর রহমান, আমিনুর রহমান লস্কর