শিলচরে রাহুল গান্ধীর কুশপুতুল পুড়ালো বিজেপি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর মাতৃদেবীকে জড়িয়ে অশালীন ভাষায় অপমান করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি। সোমবার বিজেপির কাছার জেলা কমিটির উদ্যোগে শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়। রাহুল গান্ধীকে তাঁর মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, প্রধানমন্ত্রীর মাতৃদেবীকে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনভাবেই মেনে নেবে না। গত ২৮ আগস্ট কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী ও তেজস্বী যাদব সহ বিরোধী মিত্রজোটের মন্তব্যের বিরুদ্ধে আজ গোটা দেশজুড়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে প্রতিবাদ করেছে। কংগ্রেসের নোংরা রাজনীতি দেশের জনগণ কখনও মেনে নেবে না। মানুষ কংগ্রেস দলকে এমনি দেশ থেকে বিসর্জন দিয়েছেন। কংগ্রেসের মিথ্যা, অপপ্রচার ও কুৎসা রটানোর প্রচেষ্টা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রূপম সাহা। কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়ে আগামীতে অশালীন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রূপম সাহা।

Spread the News
error: Content is protected !!