বরাকের মানুষের সঙ্গে বঞ্চনা করছে বিজেপি : ভুপেন
ধলাইয়ে কংগ্রেসের পালে হাওয়া তুলতে নির্বাচনী প্রচার
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ধলাইয়ে কংগ্রেস প্রার্থীর প্রচার জোরকদমে চলছে। শনিবার প্রচারে ধলাই পৌঁছলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা। এ দিন সন্ধ্যায় পৌঁছেন কৃষ্ণপুরে। ভুবনতীর্থের পাদদেশে কৃষ্ণপুরের সভায় নির্বাচনী জনসভায় ভুপেন বরা বলেন, বিজেপি বরাক উপত্যকার মানুষের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে। তিনি বলেন, নমামী বরাকের কাজ সঠিক হলে ২০২২ ও ২০২৪ সালে বন্যার রূপ ভয়াবহ হত না। হাজার কোটি টাকার কাজের নামে টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি এও বলেন, হিমন্ত সরকার বরাকের ১৫টি বিধানসভা কেন্দ্রকে ডেলিমিটেশনের মাধ্যমে কমিয়ে দিয়ে বরাকের শক্তি কমিয়ে দিয়েছেন। এ ছাড়া বর্তমান স্মার্ট মিটার লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করছে বিজেপি সরকার বলে উল্লেখ করেন। এদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধি, জিএসটি ও বিদ্যতের স্মার্ট মিটার লাগিয়ে মানুষকে লুন্ঠন করে ১২৫০টাকা অরুনোদয় প্রকল্প বাস্তবায়ন করছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বরাক উপত্যকার রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়েও কথা বলেন ভুপেন। তিনি ধলাইয়ে উন্নয়নের স্বার্থে আগামী ২০২৬ এ কংগ্রেসের সরকার গঠন করতে, উপনির্বাচনে ধলাইর ভূমিপুত্র ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে জয়ী করার আহবান জানান।
জনসভায় উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বিধানসভায় উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়নে ব্যার্থ হয়েছেন। বিগত দুবছর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুবনতীর্থ পরিদর্শন করে রোপওয়ে বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তা হয়নি।
এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জেলা মাইনোরিটি সভাপতি আনছার বড়লস্কর, অসম প্রদেশ কংগ্রেস সম্পাদক সরিফুজ্জামান লস্কর, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হুসেন বড়ভূইয়া, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক ভুবনহিল মণ্ডল সভাপতি আইন উদ্দিন লস্কর, আলতাফ হুসেন লস্কর, অনুপ কুমার দাস তালুকদার প্রমুখ।
এদিকে, সন্ধ্যায় আমড়াঘাট বাজারে হাত জুড়ো পদযাত্রায় অংশ নেন ভুপেন বরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।