দুই কবিকে স্বর্ণপদক প্রদান বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ ১০ নভেম্বর : বিশিষ্ট কবি-সাহিত্যিক তথা হাইলাকান্দি হরিচরণ মহামায়া গার্লস হাইস্কুলের উপাধ্যক্ষ পূরবী নাথকে সংবর্ধনা প্রদান করল বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ। রবিবার করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার আছিমগঞ্জে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে কবি-সাহিত্যিক ও শিক্ষাবিদ পূরবী নাথকে মায়ারানি দেবী আন্তর্জাতিক স্বর্ণপদক ও মায়ারানি স্মারক সম্মাননা, উত্তরীয় সহ দু’টি শংসাপত্র ও অসমের ঐতিহ্যবাহী ঝাঁপি পরিয়ে সংবর্ধনা প্রদান করেন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথ।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথ বলেন, সংবর্ধনা প্রাপক পূরবী নাথ একাধারে কবি, সাহিত্যিক, গবেষক তথা মানবতাবাদী মহিলা হিসেবে গোটা বরাক উপত্যকায় পরিচিতি লাভ করেছেন। পূরবী নাথ একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবেও নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়াও তিনি এও জানান, এদিন কলকাতার সুমিতা চক্রবর্তীকেও মায়ারানি স্বর্ণপদক, স্মারক সম্মাননা, উত্তরীয়, ব্যাগ, ঝাঁপি, গামছা, কলম, ব্যাজ ইত্যাদি তোলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

দুই কবিকে স্বর্ণপদক প্রদান বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের

কলকাতার বিশিষ্ট কবি সাহিত্যিক সুমিতা চক্রবর্তী বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে রয়েছেন। তাছাড়া সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে তাঁর অসাধারণ প্রতিভার জন্য তাঁকে স্বর্ণপদক সহ একাধিক ঐতিহাসিক পুরস্কার প্রদান করা হয়। এদিনের সংবর্ধনা সভায় তিনি উপস্থিত হতে পারেননি। তাই তাঁর অনুপস্থিতে  স্বামী সুষেনজিৎ চক্রবর্তী পুরস্কার ও উপহারগুলো সমঝে নিয়েছেন।সংবর্ধনাপ্রাপক পূরবী নাথ সুমিতা চক্রবর্তী সহ উপস্থিত সকলেই বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদও জানিয়েছেন।

দুই কবিকে স্বর্ণপদক প্রদান বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের

Author

Spread the News