বিসমিল-আসফাকউল্লার শহিদ দিবস পালন শিলচরে

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সারা দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরেও স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার সংগ্ৰামী যোদ্ধা রামপ্ৰসাদ বিসমিল এবং আসফাকউল্লা খানের শহিদ দিবস পালন করা হল। বৃহস্পতিবার রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মুর্তির পাদদেশে এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির সদস্যরা রামপ্রসাদ বিসমিল ও আসফাকউল্লা খানের ফটো সম্বলিত বেনার হাতে স্বাধীনতা আন্দোলনের অমর শহিদ “রামপ্রসাদ বিসমিল অমর রহ”, “আসফাকউল্লা খান অমর রহ”, “সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি রক্ষা কর” ইত্যাদি শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলে। সেখানে উপস্থিত সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য ও সম্পাদক স্বপন চৌধুরী উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের ব্ৰিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপোসহীন সংগ্ৰামী যোদ্ধাদের জীবন সংগ্ৰাম অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্ৰেরণা যোগায়। শহিদদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও সাধারণ মানুষ খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ জীবন -জীবিকার অধিকার পাওয়া থেকে বঞ্চিত।

সাম্প্ৰতিককালে ক্ষমতাসীন সরকারের পৃষ্ঠপোষকতায় বিভাজনের রাজনীতি সমাজ পরিবেশকে কলুষিত করে তুলেছে। এমনই এক পরিস্থিতিতে রামপ্রসাদ বিসমিল ও আসফাকউল্লা খানের আত্মত্যাগের ঘটনার চর্চা সমাজ জীবনে ভিন্ন বার্তা বয়ে আনবে। তারা সবাইকে মহান দুই শহিদের জীবনী চর্চা করতে আহ্বান জানান।

বিসমিল-আসফাকউল্লার শহিদ দিবস পালন শিলচরে
Spread the News
error: Content is protected !!