শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে ব্রহ্মচারীর জন্মতিথি সহ জন্মাষ্টমী পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৫ তম আবির্ভাব উৎসব পালিত হয়। শনিবার আয়োজিত উৎসবে বহু ভক্তের সমাগম ঘটে। ত্রিকালজ্ঞ লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব ও জন্মাষ্টমী তিথি অগনিত ভক্তদের উপস্থিততে নানান সনাতনী ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন কেক কেটে ও সনাতনী ধর্মীয় নানান নীতি ও নিয়ম মেনে উৎযাপন করেন। পরদিন রবিবার পারনা উপলক্ষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
লোকনাথ বাড়ির প্রধান পূজারী পবিত্র পাল বলেন, জন্মাষ্টমী কেবল শ্রীকৃষ্ণেরই জন্মতিথি নয়। এই দিন ধরাধামে এসেছিলেন লোকনাথ ব্রহ্মচারীও।ভক্তদের তিনি ঐশী শক্তির মাধ্যমে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিয়ে গেছেন, তা অতুলনীয়। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী, পাহাড়-পর্বতে, বনে-জঙ্গলে বহু ক্লেশ সহ্য করে, যে আধ্যাত্মিক পরমার্থ উপার্জন করেছেন, তা লোকালয়ে এসে সাধারণ মানুষে মাঝে অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী’ নামে ভক্ত হৃদয়ে শ্রেষ্ঠস্থানে অধিষ্ঠিত হয়ে আছেন। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন জিৎ দাস, রূপালী পাল, পিউ পাল, জুহি পাল, রূপালী পাল, রূপক পাল, বাপ্পা দাস, পূর্বা চক্রবর্তী প্রমুখ।

