বীর হনুমানকে কটাক্ষ প্রাক্তন সিপিএম সাংসদের, ক্ষোভ, মামলা
বরাক তরঙ্গ, ২১ জুলাই : ত্রিপুরায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বীর হনুমান সম্পর্কিত এক বিতর্কিত মন্তব্য ঘিরে হিন্দু ভাবাবেগে চরম আঘাত লেগেছে। এই মন্তব্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিভিন্ন হিন্দু সংগঠন ক্ষোভে ফেটে পড়েছে।
এরইমধ্যে ধর্মনগর থানায় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘সনাতনী প্রতিবাদ’ নামক একটি ফেসবুক পেজে এই প্রসঙ্গে করা একটি পোস্টে এক ভিন্নধর্মী যুবক অশ্লীল ভাষায় মন্তব্য করে বিতর্ককে আরও উসকে দেয়। অভিযুক্ত যুবকের নাম সাবুল মিয়া, বাড়ি চুড়াইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়ায়।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার সন্ধ্যায় বজরং দলের উত্তর জেলার সংযোজক দীপঙ্কর পালের নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের একদল সদস্য চুড়াইবাড়ি থানায় হাজির হয়ে ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন।