বিমলা হনুমান জৈনকে ‘সমাজমিত্র’ সম্মাননা প্রদান

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : শিলচরের প্রবীণ সমাজকর্মী ও শিল্পপতি বিমলা হনুমান জৈনকে ‘সমাজমিত্র’ পুরস্কার দিয়ে সম্মানিত করল সাহিত্যমিত্র সামাজিক সাহিত্য সংস্থা। রবিবার কাছাড় ক্লাবে তাঁর ৫০তম বিবাহবার্ষিকীতে এই সম্মাননা তুলে দেন অগ্রহা অগ্রবাল অগ্রসেন প্রচারক সংস্থার সভাপতি তথা সাংবাদিক ও সাহিত্যিক মদন সুমিত্র সিংহল। এ দিন মদন সুমিত্রা সিংহল ‘জয় শ্রী রাম’ উত্তরীয় পাঠ করার পর সংগঠনের সর্বোচ্চ সম্মান ‘সমাজমিত্র’ সম্মাননা প্রদান করা হয়। শতাধিক অতিথি তাঁকে দাঁড়িয়ে স্বাগত জানান।

উল্লেখ্য, হনুমান জৈন আদর্শ ভক্ত মণ্ডল একল বিদ্যালয় যোজনা এবং শিলচর গোশালার বিকাশ ও বিকাশের জন্য তিন দশক ধরে দিনরাত কাজ করেছিলেন।

বিমলা হনুমান জৈনকে 'সমাজমিত্র' সম্মাননা প্রদান

Author

Spread the News