করিমগঞ্জে বাইক ও ই-রিকশার মুখোমুখি, হত ১
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : করিমগঞ্জ শহরের সরিষা এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল ই-রিকশা চালকের। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ বাইক ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত অবস্থায় ই-রিকশা চালক রাজু রায়কে (৫১) করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা বেগতিক দেখে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছানোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়। নিহতের বাড়ি শহরের শ্যামাপ্রসাদ রোডে। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, নিহত রাজু রায় পরিবারে একমাত্র উপার্জনকারি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান বাইক চালক কাশ্যপ দাস এই সংঘর্ষে সামান্য আহত হয়েছেন। কাশ্যপের বাড়ি শহরের সরিষা এলাকায় বলে জানা যায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।