ধলাইয়ে বাইক চোর চক্রের হদিস, বস্তাবন্দি উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেফতার ৩

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ধলাইয়ে বাইক চোরের দৌরাত্ম্য আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি বিদ্যারতনপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে চুরি যাওয়া একটি বাইক বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে ধলাই পুলিশ। এ ঘটনায় কুখ্যাত এক চোরসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। চাঞ্চল্যকর বিষয় হলো, চুরি যাওয়া বাইকটি মাত্র ৩৬০০ টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানা গেছে।

গত ২৭ জুলাই রাতে ধলাইয়ের বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ফার্মাসিস্ট সাহেল আহমেদ চৌধুরীর একটি বাইক চুরি হয়। পরদিন থানায় অভিযোগ দায়ের করলে ধলাই পুলিশ তদন্ত শুরু করে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ আর্জানপুর এলাকার এক বাঙাড়ির বাড়িতে তল্লাশি চালিয়ে বাইকটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, বাইকটি টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে পাচারের প্রস্তুতি চলছিল। তদন্তের পর ধলাই থানার ওসি-র নেতৃত্বে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযুক্তরা হলেন রফিক উদ্দিন লস্কর, সাইদুল আলম চৌধুরী উভয়েই পশ্চিম সপ্তগ্রাম, ধলাই এবং জামাল উদ্দিন রূপারগুল, নিলামবাজার, শ্রীভূমি। পুলিশের একটি সূত্র জানায়, জামাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও পাঁচটি বাইক চুরির মামলা রয়েছে। সে শ্রীভূমি থেকে এসে কাছাড়ের ধলাইয়ে একটি চোর চক্র তৈরি করেছিল। ধৃতদের আজ আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ধলাইয়ে বাইক চোর চক্রের হদিস, বস্তাবন্দি উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেফতার ৩

এই ঘটনা থেকে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চুরি হওয়া বাইকটি মাত্র ৩৬০০ টাকায় বিক্রি করা হয়েছিল। এত কম দামে বাইক কেনার পেছনে বাইক চোর ও ক্রেতার যোগসূত্র থাকার সন্দেহ করা হচ্ছে। তবে ক্রেতা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের ধারণা, এই চক্রটি বাইক চুরি করে গ্যারেজে এনে ভেঙে ফেলে এবং টুকরোগুলো বস্তায় ভরে সীমান্তের অন্য রাজ্যে পাচার করে। এর ফলে ধলাই ও আশপাশের অঞ্চল থেকে চুরি হওয়া অনেক বাইকেরই আর হদিস পাওয়া যায় না।

স্থানীয়দের অভিযোগ, এই চক্রের কারণে মানুষ বাইক নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছে না। একটি সূত্র আরও জানিয়েছে, যেখান থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে, সেখানে অতীতেও এভাবে আরও কয়েকটি চুরি যাওয়া বাইক টুকরো করে পাচার করা হয়েছে। ওই ব্যক্তির কাছে আরও কয়েকটি বাইকের যন্ত্রাংশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ভালোভাবে তল্লাশি চালালে আরও অনেক চুরি যাওয়া বাইকের যন্ত্রাংশ উদ্ধার করা সম্ভব হবে। স্থানীয় বাসিন্দারা ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!