গহপুরে থানার সামনে কনকলতা ও মুকন্দের মূর্তিতে শ্রদ্ধা শিলচরের বাইক আরোহীদের

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : ঐতিহাসিক স্থান গহপুরে থানার সামনে পৌঁছয় শিলচরের বাইক র‍্যালি। রবিবার সকালে কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর পক্ষে শিলচরের ক্ষুদিরাম মুর্তির পাদদেশ থেকে যাত্রা করা বাইক র‍্যালি সোমবার সকালে কনকলতার শহিদত্ব বরণের ঐতিহাসিক স্থান গহপুরে থানার সামনে পৌঁছয়। সেখানে বাইক আরোহীরা কনকলতা ও মুকন্দ কাকতির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। মাল্যদানকালে উপস্থিত ছিলেন কনকলতা স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সিদ্ধেশ্বর হাজরিকা সহ গহপুর পুরসভার চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা।

গহপুরে থানার সামনে কনকলতা ও মুকন্দের মূর্তিতে শ্রদ্ধা শিলচরের বাইক আরোহীদের

এছাড়াও সেখানে উপস্থিত হয়ে মাল্যদান করেন সারা আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চলিয়া, কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, লখিমপুর এর সম্পাদক অনুপম চুতীয়া,  কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, শোণিতপুর এর সম্পাদক নয়নমণি চৌধুরী এবং কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড়ের সম্পাদক দুলালী গাঙ্গুলি সহ বাইক আরোহীরা।

গহপুরে থানার সামনে কনকলতা ও মুকন্দের মূর্তিতে শ্রদ্ধা শিলচরের বাইক আরোহীদের

গহপুরে মাল্যদান পর্বের পর বাইক আরোহীরা কনকলতার জন্মস্থান বরঙ্গাবাড়িস্থিত তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বরঙ্গাবাড়িস্থিত শহিদ কনকলতা হাইস্কুলের নিকটস্থ তাঁর সমাধিসৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন কনকলতার কনিষ্ঠ ভ্রাতা কালীচরণ বরুয়া সহ তাঁর পরিবারের সদস্যরা। সমিতির পক্ষ থেকে কালীচরণ বরুয়াকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। সেখানে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি, সিদ্ধেশ্বর হাজারিকা সহ উপস্থিত বিশিষ্টজনেরা। বাইক আরোহীরা সেখান থেকে ফিরে এসে তেজপুরে উপস্থিত হলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানান কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, তেজপুর এর সদস্য সদস্যরা। বাইক আরোহীরা সেখান থেকে মঙ্গলবার শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে।

গহপুরে থানার সামনে কনকলতা ও মুকন্দের মূর্তিতে শ্রদ্ধা শিলচরের বাইক আরোহীদের

Author

Spread the News