আছিমগঞ্জে ছাগল বাচাতে গিয়ে মৃত্যু বাইক চালক দাদাইর
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ছাগল বাচাতে গিয়ে প্রাণ হারালো বাইক চালক। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার বিকেল তিনটা চল্লিশ মিনিট নাগাদ অসম-ত্রিপুরা জাতীয় সড়কের আসিমগঞ্জের হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। জানা যায়, পাথারকান্দিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালো আসিমগঞ্জের তাঁতীবন্দের বছর বাইশের নজমুল উদ্দিন নামে এক যুবক। বাইক নিয়ে বাড়ি ফেরার সময় আসিমগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে পৌঁছালে একটি ছাগল সামনে পড়ে যায় নজমুলের। তখন নজমুল দ্রুত ব্রেক কষালে সড়কের উপর ছিটকে পড়ে নজমুল।
দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে নজমুল। তাঁতীবন্দের নুরুদ্দিনের ছেলে নজমুলের মর্মান্তিক ও অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত নজমুলকে দাদাই নামে পরিচিত।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।