রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শিলচরে বাইক র‍্যালি কাছাড় পুলিশের, কাল “ঐক্য পদযাত্রা” প্রশাসনের

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : দেশের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী তথা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে বাইক র‍্যালি বের কাছাড় পুলিশ। বৃহস্পতিবার শিলচর শহরে বাইক র‍্যালি বের করা হয়। পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে শিলচর শহর পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ে সমাপ্ত হয়।

এ দিকে, কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল শুক্রবার ৩১ অক্টোবর, শিলচরে এক মহৎ “ঐক্য পদযাত্রা” (Unity March) আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সর্দার প্যাটেলের আদর্শ ও তাঁর জাতীয় ঐক্যের বার্তাকে স্মরণ করা এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও একতার চেতনাকে আরও জাগ্রত করা।

পদযাত্রাটি সকাল ৮টায় জেলা ক্রীড়া সংস্থার ময়দান, শিলচর স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয়ে গান্ধী বাগে সমাপ্ত হবে। যাত্রাপথ নির্ধারণ করা হয়েছে ক্ষুদিরাম মূর্তি, জেলা প্রশাসকের কার্যালয়, শনিমন্দির পয়েন্ট, জানিগঞ্জ, নাহাটা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি, মধ্যশহর পয়েন্ট, ডিসি বাংলো পয়েন্ট, গান্ধী বাগ।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে শিলচরে বাইক র‍্যালি কাছাড় পুলিশের, কাল “ঐক্য পদযাত্রা” প্রশাসনের

এই ঐক্য পদযাত্রায় প্রায় হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন, যার মধ্যে থাকবেন বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিরা, ক্রীড়াবিদ, এনএসএস ও এনসিসি সদস্য, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাংসদ, বিধায়কসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সকল সম্প্রদায়ের অংশগ্রহণে এই অনুষ্ঠান কাছাড় জেলার ঐক্য, সম্প্রীতি ও সামাজিক সংহতির প্রতীক হয়ে উঠবে।

পদযাত্রা শেষে গান্ধী বাগে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আয়োজন করেছে জেলা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ , জেলা প্রশাসন কাছাড়ের সহযোগিতায়। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম ও তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

কাছাড় জেলা প্রশাসন জেলার সমস্ত নাগরিককে এই ঐক্য পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে সকলে মিলে ভারতের ঐক্য, ভ্রাতৃত্ব ও অখণ্ডতার বার্তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা যায়,  “এক ভারত, শ্রেষ্ঠ ভারত” এর চেতনায়।

Spread the News
error: Content is protected !!