স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বাইক র‍্যালি ও পদযাত্রা

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : স্বাধীনতার ৭৯তম বর্ষপূর্তির প্রাক্কালে সারা দেশে পালিত হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বাইক র‌্যালি ও পদযাত্রা। কর্মসূচির উদ্দেশ্য ছিল জেলার নাগরিকদের মধ্যে জাতীয় পতাকার মর্যাদা, ঐক্যের বার্তা এবং দেশপ্রেমের চেতনা আরও গভীরভাবে পৌঁছে দেওয়া।

জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে র‌্যালির সূচনা করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত হেমাঙ্গ নবীস এবং সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত উপ সঞ্চালক তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর দীপা দাস।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বাইক র‍্যালি ও পদযাত্রা

জেলা আয়ুক্ত ও সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে বাইক র‌্যালি শহরের প্রধান সড়ক অতিক্রম করে, যেখানে দুই ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য নাগরিক ত্রিবর্ণ পতাকা নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান। পতাকা উত্তোলনের পূর্বে জেলা আয়ুক্ত  তাঁর বক্তব্যে বলেন “হর ঘর তিরঙ্গা কোনও সাধারণ প্রচারাভিযান নয়; এটি আমাদের জাতীয় গৌরব ও যৌথ দায়বদ্ধতার পুনঃপ্রতিশ্রুতি। প্রতিটি ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা ঐক্যকে সুদৃঢ় করি এবং স্বাধীনতার জন্য দেওয়া আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই।”

পাশাপাশি জেলা আয়ুক্তের কার্যালয় থেকে এক পদযাত্রা বের হয়, যাতে অংশ নেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও অসম রাজ্য জীবিকামূলক মিশনের অংশীদারেরা। বর্ণিল পোশাক, হাতে পতাকা ও স্বাধীনতার স্লোগানে মুখরিত এই পদযাত্রা গোটা শহরে উৎসবের আমেজ সৃষ্টি করে।

এদিকে, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সকল অংশগ্রহণকারী সংস্থা, সরকারি দফতর ও নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ ধরনের কর্মসূচি প্রশাসন ও জনগণের মধ্যে সম্পর্ককে দৃঢ় করে এবং জাতীয় প্রতীক ও মূল্যবোধের প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ গড়ে তোলে।

Spread the News
error: Content is protected !!