বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন মোহাম্মদ মুহিকে সংবর্ধনা বিকাশ পরিষদের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হল বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন মোহাম্মদ মুহিকে। রবিবার সকাল ১০ টায় বীর লাচিত বর ফুকন মেমোরিয়াল অ্যাওয়ার্ড সহ অসমের ঐতিহ্যবাহী ঝাঁপি গামছা সহ মায়ারানি দেবী স্বর্ণপদক প্রদান করা হয়। এমর্মে এদিন বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান নীহাররঞ্জন দেবনাথ তাঁর বাড়িতে গিয়ে পুরস্কার গুলো তুলে দেন।

উল্লেখ্য, সংবর্ধনা প্রাপক মোহাম্মদ মুহি উদ্দিন একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবেও নিজেকে নিয়োজিত করে রেখেছেন। গোটা বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় উনার বিশেষ পরিচিতি রয়েছে। তিনি শ্রীভূমি জেলার দু’টি সমবায় সমিতির সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এদিন তিনি বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।

বিশিষ্ট সমাজসেবী আবুল হোসেন মোহাম্মদ মুহিকে সংবর্ধনা বিকাশ পরিষদের
Spread the News
error: Content is protected !!