কোমরজলে নেমে বন্যাক্রান্তদের খোঁজ বিজয়ের

বরাক তরঙ্গ, ২০ জুন : রাতাবাড়িতে বন্যার জলে হাহাকার অবস্থা বানভাসির। কারও ঘরে হাঁটুজল কারও ঘরে কোমরজল। ছোটো ছোটো শিশু সন্তান নিয়ে মহা সঙ্কটে  বন্যা কবলিত এলাকার মানুষ।  গবাদি পশু খাদ্যের অভাবে তড়পাচ্ছে। দশটির মতো ত্রাণ শিবির খোলা হলেও প্রকৃতির সঙ্গে পার পাওয়াতো আর সম্ভব নয়। এখানকার নগেন্দ্র নগর, বরুয়ালা, নয়াটিলা গ্রাম পঞ্চায়েতের কম করে বিশটি গ্রাম জলের তলায়। বন্যাক্রান্ত মানুষের সাহায্যে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের ভূমিকা প্রশংসার দাবি রাখে।

দু’দিন ধরে বিধায়ক তাঁর দলবল নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বানভাসি মানুষের খোঁজ নিচ্ছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ঘরে ঘরে পৌছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। ঘরে যাঁদের বসবাস করা সম্ভব হচ্ছে না তাদের শিবির খোলে ঠাঁই করে দিচ্ছেন। কমর জলে পড়ে বন্যাকবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক। এই বিপদে মানুষের পাশে থেকে বিধায়ক বিজয় মালাকার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এই কর্মতৎপরতা  কিছুটা হলেও বিপদগ্রস্ত মানুষকে ভরসা দিচ্ছে। বুধবার বিধায়ক বিজয় তিনটি জিপির প্রায় ১৪টি গ্রাম পরিদর্শন করে অসহায় মানুষের সাহায্যে করেন।

Author

Spread the News