পাথারকান্দিতে বিশাল জয় বিনোদিনীর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে বিশাল ব্যবধানে জয়ী হল বিনোদিনী একাদশ। তারা ৫-০ গোলে প্রতিপক্ষ মৈনা একাদশকে পরাস্ত করে। এদিন পাথারকান্দি মুণ্ডমালা খেলার মাঠে ম্যাচের প্রথমার্ধের ২ ও ৯ মিনিটে সালমান উদ্দিন। ম্যাচের ১৮ মিনিটে মাথায় আরও একটি গোল করেন জুনায়েদ হোসেন। কুবাদ উদ্দিন পর পর দুটি গোল করেন।

এদিনের খেলা পরিচালনা করেন সোনা সিনহা, অভিজিৎ সিনহা ওবিজিৎ সিনহা।মঙ্গলবার কটামণি ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে খেলবে সোনাতলা নিউ মার্কেট।

পাথারকান্দিতে বিশাল জয় বিনোদিনীর
পাথারকান্দিতে বিশাল জয় বিনোদিনীর

Author

Spread the News