অবৈধ মহিষ পাচারকারীদের বিরুদ্ধে বিএসএফের বড়সড় সাফল্য!
এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : বড়খলা জারইলতলায় অবৈধ মহিষ পাচার রুখে দিল বিএসএফ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিষ বোঝাই তিনটি ট্রাকসহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তারা। সূত্রে জানা যায়, জঙ্গল পথ ব্যবহার করে বৃহৎ পরিমাণে মহিষ পাচার করছে এক চক্র—এই খবর পেয়েই বড়খলা জারইলতলায় ওৎ পেতে বসে বিএসএফের একটি দল। কিছুক্ষণ পর তিনটি ট্রাক সন্দেহভাজনভাবে ওই পথ দিয়ে যেতে দেখলে কর্তব্যরত জওয়ানরা ট্রাকগুলো থামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশিতে তিনটি ট্রাক মহিষ বোঝাই অবস্থায় ধরা পড়ে।
ট্রাকে থাকা তিন ব্যক্তিকে বৈধ নথিপত্র দেখাতে বললে তারা তা দিতে ব্যর্থ হয়। ফলে বিএসএফ তিনজনকেই ট্রাক ও মহিষসহ আটক করে। পরে ট্রাকসহ আটক মহিষ ও ব্যক্তিদের ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির হাতে সমর্পণ করা হয়।
ধৃতদের নাম নাজিম উদ্দিন চৌধুরী, হাসমুল হোসেন চৌধুরী (উভয়ের বাড়ি সোনাপুর প্রথম খণ্ডে) সর্ম্পকে তারা পিতাপুত্র। ধৃত অপর ব্যক্তির নাম আনোয়ার উদ্দিন,(বাড়ি সোনাপুর দ্বিতীয় খণ্ডে)। আটক ট্রাকগুলির নম্বর AS 15 AC 7909, AS 17 CC 5282, NL 03 AA 7961 ধৃতদের থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত সংলগ্ন অঞ্চলে সক্রিয় একটি বড় পাচারচক্রের সঙ্গে এদের যোগ থাকতে পারে।

