বাংলা‌দেশকা‌ণ্ড, জা‌গো হিন্দু জা‌গো সংগঠ‌নের বিশাল প্রতিবা‌দী র‌্যা‌লি ধর্মনগরে

বাংলা‌দেশকা‌ণ্ড, জা‌গো হিন্দু জা‌গো সংগঠ‌নের বিশাল প্রতিবা‌দী র‌্যা‌লি ধর্মনগরে

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতন ও ইসকন সন‌্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারের প্রতিবাদে “জাগো হিন্দু জাগো” সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদী র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয় ধর্মনগ‌রের নতুন বাজা‌রে। মঙ্গলবার দুপু‌রে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নতুন বাজার সংলগ্ন বাংলাদেশ সীমান্ত সড়ক দিয়ে এক বিশাল প্রতিবাদী র‍্যালি বের হয়। কিন্তু স্থানীয় পুলিশ দপ্তর সহ বর্ডার সিকিউরিটি ফোর্স বিশাল প্রতিবাদী র‍্যালিকে কিছুদূর এ‌গি‌য়ে যাবার পর ব‌্যা‌রি‌কেড দি‌য়ে  মাঝপ‌থে আটকে দেয়। প‌রে সেখানেই শুরু হয় প্রতিবাদী সংগঠনের বি‌ক্ষোভ প্রদর্শন।‌ শে‌ষে অনু‌ষ্ঠিত হয় এক পথ সভার। এ‌তে বাংলা‌দেশ সরকা‌রের বিরু‌দ্ধে সুর চ‌ড়ি‌য়ে জ্বালাম‌য়ী বক্তব‌্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর আনন্দবাজারস্থিত সাধক রতনমণি সেবা সদনের কর্ণধার সুদীপ চক্রবর্তী। এ ছাড়া বক্তব‌্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও হিন্দু সংগঠনের অন্যতম নেতা কান্তিগোপাল নাথ ও জাগো হিন্দু জাগো সংগঠনের কনভেনার গোবিন্দ নাথ।

বাংলা‌দেশকা‌ণ্ড, জা‌গো হিন্দু জা‌গো সংগঠ‌নের বিশাল প্রতিবা‌দী র‌্যা‌লি ধর্মনগরে

সভার শুরু‌তে সম‌বেত জনতা বাংলা‌দেশ সরকা‌রের না‌মে নানা স্লোগা‌নে এলাকার আকাশ বাতাস কা‌ঁপি‌য়ে তো‌লেন। প‌রে তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকা‌লীন সরকা‌রের মুখ‌্য উপ‌দেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ ক‌রেন। র‌্যা‌লি‌তে ম‌হিলা‌দের উপ‌স্থি‌তি ছিল চো‌খে পড়ার মতো। র‌্যা‌লি ও প্রতিবাদী সভার শে‌ষে সংগঠ‌নের কর্মকর্তারা বাংলা‌দেশ কা‌ণ্ডে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ‌তি, রাজ‌্যপাল ও মুখ‌্যমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে জেলাশাস‌কের কাছে এক‌টি স্মারকপত্র তো‌লে দেন।

Author

Spread the News