নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন

২২ জুলাই : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রবিবার সমাজ মাধ্যমে এ ঘোষণা তিনি নিজেই করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী ছিলেন তিনি। খোলা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম। মেয়াদের বাকি সময়টুকু যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করতে চাই।’

আর চার মাস পরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন বাইডেন। কিন্তু অশীতিপর রাজনীতিককে শারীরিক কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন দলেরই একাধিক নেতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। দিন কয়েক আগেই কোভিডে আক্রান্ত হন তিনি। তার ঠিক আগেই এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছিলেন, গুরুতর অসুস্থ হয়ে পড়লে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। শেষমেশ রবিবারেই বড় ঘোষণা করলেন বাইডেন।

সমাজ মাধ্যমে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে একটি ছবি পোস্ট করে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন বাইডেন। যা থেকে বাইডেনের ইঙ্গিত স্পষ্ট, নির্বাচনে ডেমোক্র্যাটদের নতুন পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকেই তাঁর পছন্দ। ইঙ্গিতপূর্ণ পোস্টে কমলার নাম সুপারিশ করেছেন তিনি। যদিও ডেমোক্র্যাটদের মধ্যে কমলা ছাড়াও মিশেল ওবামা, ক্যালিফর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও দৌড়ে এগিয়ে আছেন। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে যদি কমলা জয়ী হন, তবে ইতিহাস গড়বেন তিনি। আমেরিকার ইতিহাসে প্রথমবার প্রেসিডেন্ট পদে বসতে পারেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। বাইডেন সরে দাঁড়াতেই দলের সিদ্ধান্তের দিকেই নজর সকলের।

Author

Spread the News