নির্বাচনী প্রচারের মাঝেই কোভিডে আক্রান্ত বাইডেন
১৮ জুলাই : করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গিয়েছে, বুধবার লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু তার আগেই বাইডেনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। হোয়াইট হাউস সূত্রে খবর, মৃদু উপসর্গে ভুগছেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বুধবার বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন করোনায় আক্রান্ত। বুস্টার ডোজ দেওয়া হয়েছে তাঁকে।’ করোনায় আক্রান্ত হতেই লাস ভেগাস ছেড়ে ডেলাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাইডেন। সেখানে নিজের বাড়িতেই নিভৃতবাসে থাকবেন তিনি। জানা গিয়েছে, বাড়িতে বসেই তিনি যাবতীয় প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। লাস ভেগাস থেকে বিমানে চেপে ডেলাওয়ারের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে বাইডেন বলেন, ‘আমি ভালো বোধ করছি।’