ফিলিস্তিনি নিহতদের সংখ্যায় আস্থা নেই বাইডেনের
২৬ অক্টোবর : ইজরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৭০৪। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এমন তথ্য জানালেও মানতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের দাবি, হতাহতের সংখ্যা নিয়ে ‘মিথ্যাচার’ করছে ফিলিস্তিনিরা।
তিনি বলেন, নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কি না, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।
স্থানীয় সময় বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন। গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে ইজরায়েল যথেষ্ট কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, ফিলিস্তিনিদের প্রকাশ করা সংখ্যার (হতাহতের) ওপর কোনো ‘আস্থা নেই’ তার।
বাইডেন আরও বলেন, এ বিষয়ে সতর্ক হওয়া উচিত যে, ইজরায়েলি বাহিনীর মূল লক্ষ্য যেন এই যুদ্ধের প্ররোচনাকারীদের দিকেই থাকে। তা না হলে এটি তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। কিন্তু ফিলিস্তিনিরা হতাহতের যে সংখ্যা বলছে, তাতে আমার কোনো আস্থা নেই। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ‘বর্তমান সংকটের’ পর ‘স্থায়ী শান্তির পথ’ নিয়েও আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলন করে জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ছয় হাজার ৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে শিশুর সংখ্যা ২ হাজার ৭০৪। এ ছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন।