ভূপেন হাজরিকার স্মৃতিতে ১০০ টাকার স্মারক মুদ্রার উন্মোচন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : দু’দিনের সফরে অসমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে খানাপাড়ায় এই বিশেষ জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১২০০ জন শিল্পী মাত্র ১৮ মিনিটে ড. ভূপেন হাজরিকার ১৪টি গান পরিবেশন করেন। এদিন প্রকাশ করা হয় ড. ভূপেন হাজরিকার জীবনভিত্তিক একটি গ্রন্থ, যা রাজ্যের ২০ লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক প্রস্তুত ১০০ টাকার একটি স্মারক মুদ্রাও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য যে, স্মারক মুদ্রায় স্থান পাওয়া প্রথম অসমিয়া ব্যক্তিত্ব হলেন ড. ভূপেন হাজরিকা। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মুম্বইয়ে অবস্থিত সরকারি টাকশাল এই বিশেষ মুদ্রাটি তৈরি করেছে।

এই মুদ্রাটির ওজন ৪০ গ্রাম এবং এটি বিশুদ্ধ রূপা দিয়ে প্রস্তুত। ভূপেনদার জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই বিশেষ মুদ্রার ব্যাস ৪৪ মিলিমিটার। মুদ্রার এক পাশে ড. ভূপেন হাজরিকার প্রতিকৃতি এবং উপরের পরিধিতে হিন্দিতে ও নিচের পরিধিতে ইংরেজিতে লেখা রয়েছে – “ড. ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী”। প্রতিকৃতির নিচে খোদাই করা রয়েছে – ২০২৫।

Spread the News
error: Content is protected !!