ভুবনমেলা শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও রাতে পাহাড়ের কিছু এলাকায় দাবানল

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: ভুবনমেলা শেষ হতেই দাবানলে পুড়ছে কিছু এলাকা। মঙ্গলবার থেকে শুরু হওয়া ভুবনমেলা কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এ দিন সন্ধ্যায় পাহাড়ে আগুনের লোলিহান দেখা যায়। জানা যায় হনুমান মন্দির সংলগ্ন একটি স্থানে এই অগ্নিকাণ্ডটি ঘটেছৈ। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

আগুনের আলোয় পাহাড়ের পাদদেশ আমড়াঘাট, বড়াইবস্তি আলোকিত হয়ে পড়ে। এছাড়া কাবুগঞ্জ, পানিভরা, নরসিংহপুর, সোনাই, কচুদরম থেকে সাধারণ মানুষরাও আগুনের লেলিহান শিখা দেখতে পান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

ভুবনমেলা শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও রাতে পাহাড়ের কিছু এলাকায় দাবানল

Author

Spread the News