২ নভেম্বর থেকে ভূবনেশ্বর সাধুঠাকুরের শুভ আবির্ভাব তিথি মহোৎসব
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : পরম পূজ্যপাদ, ভক্ত চূড়ামনি শ্রী ভূবনেশ্বর সাধুঠাকুরের ১৫৫ তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব আগামী ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালিত হবে। এনিয়ে ইতোমধ্যে পৃথ্বিরাজ সিংহ কে সভাপতি, বিশ্বজিৎ সিংহকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৫১ সদস্য বিশিষ্ট মহোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়। ভূবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনেল কালসেন্টার, পাথারকান্দিতে আহুত এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জের জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাথারকান্দির সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বাম ও চক্র আধিকারীক বলিন বাবা বালারি । ২ নভেম্বর সন্ধ্যায় সন্ধারতির পর মঙ্গলঘট স্থাপন এবং শুভ অধিবাস সংকীর্তন। ৩ নভেম্বর ভোরে সাধুঠাকুরের প্রতিমূর্তির সম্মুখে ১৫৫টি প্রদীপ প্রজ্বলনের পর মঙ্গলারতি। সকাল ৭টায় সাধুঠাকুর-র চিত্রপটসহ নগর পরিক্রমা। ১০ টায় মহাপ্রসাদ বিতরণ। সাড়ে ১১টায় সাধুঠাকুরের জীবন-দর্শনের উপর আলোকপাত। সন্ধ্যায় সন্ধ্যারতির পর নিঙলপীর পালি ও ভাগবত পাঠ। পরিচালনায় বাগাডহর গ্রাম। ৪ নভেম্বর ভোর ৫ টায় মঙ্গলারতি, সকাল সাড়ে ১০ টায় জেলা ভিত্তিক চিত্রাঙ্কণ ও ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা। বিকেল ৩টায় হরিনাম সংকীর্তন। চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুকদের ৯৩৬৫০৩১৯৩৩ এবং ৯৮৫৯০৪৫৮৮৯ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যায় পুরস্কার বিতরণীর পর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পী অধীর সিংহ, প্রতিমা সিংহ ও মঞ্জু সিংহদের সমন্বয়ে ভক্তিমূলক সাংস্কৃতিক সন্ধ্যা।
৫ নভেম্বর ভোরে মঙ্গলারতি, সকাল সাড়ে ১০ টায় জেলা ভিত্তিক কুইজ ও নৃত্য প্রতিযোগিতা। অংশগ্রহনে ইচ্ছুকদের ৯৪৩৫৯৮৫০৬০ বা ৮৮১১০৪২৫৪০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের পর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অংশগ্রহণ করবেন শ্যাম সিংহ, চন্দ্রকান্তি সিংহ, নিরূপমা মালাকার, নৃত্য শিল্পী মমি সিংহ। ৪ দিবসীয় অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন কার্যকরি সভাপতি সুমিত্রা সিংহ, সুভাষ সিংহ ও শ্যামবাবু সিংহ।