ভুবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৬তম আবির্ভাব তিথি সাড়ম্বরে উদযাপিত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : ভুবনেশ্বরনগরের বারোপুয়া গ্ৰামে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হলো শ্রীশ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের ১৫৬তম আবির্ভাব তিথি। ভুবনেশ্বর নগর বারোপুয়া গ্রামে অবস্থিত ভুবনেশ্বর সাধু ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের মধ্যে ছিল গভীর আনন্দ ও আধ্যাত্মিক আবেগ।

দিনটির সূচনা হয় ব্রহ্মমুহূর্তে মঙ্গল আরতি ও ভক্তি সঙ্গীতের মাধ্যমে। সকাল ছয়টা থেকে ওয়াসাক যুব সংঘের উদ্যোগে প্রায় এক হাজার ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। ঠাকুরের প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি ভুবনেশ্বরনগর থেকে যাত্রা শুরু করে খাম্বার বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রদক্ষিণ শেষে স্মৃতি মন্দিরে ফিরে আসে। দুপুরে স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক স্মৃতিচারণ সভা। সভাপতিত্ব করেন জিতেন্দ্রকুমার সিনহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বক্তব্যে বলেন, ভুবনেশ্বর সাধু ঠাকুর ছিলেন এক মহান আত্মা, যিনি ঈশ্বরচেতনার প্রচার করে মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ বলেন, ধর্ম মানুষকে শুদ্ধতা, ন্যায় এবং ভক্তির পথে পরিচালিত করে। ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবন আমাদের সেই আদর্শ স্মরণ করিয়ে দেয়। স্মৃতিচারণ সভার পর ভুবনেশ্বর ঠাকুরের জীবনী পাঠ করেন সুরবালা সিনহা। দুপুর একটায় শুরু হয় রসকীর্তন পাঠ ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, যা বিকেল চারটা পর্যন্ত চলে। বিকেলে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বিবেকানন্দ সিনহা, কার্যকরী সভাপতি কৃষ্ণকান্ত সিনহা, সহসভাপতি হরিপদ সিনহা, কোষাধক্ষ সতীশ সিনহা, সম্পাদক ব্রজকান্ত সিনহা, সহ সম্পাদক রত্ন জ্যোতি সিনহা, দেবজিৎ সিনহা, মাইপাক সিনহা, অমৃতকান্তি সিনহা ও প্রচার সম্পাদক শ্যামকিশোর সিনহা সহ অন্যান্য সদস্যবৃন্দ।সারাদিনব্যাপী এই আধ্যাত্মিক উৎসব ভক্তদের মনে নবউদ্যম জাগিয়েছে এবং ভুবনেশ্বর সাধু ঠাকুরের চিরন্তন আদর্শ ও ভক্তি, মানবসেবা ও শান্তির বার্তা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছে।

Spread the News
error: Content is protected !!