সুভাষচন্দ্র সেন মৃত্যুতে শোক ভোলাগিরি আশ্রমের

বরাক তরঙ্গ, ২২ জুন : ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ভক্ত শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা তথা অসম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মচারী সুভাষচন্দ্র সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল আশ্রম কর্তৃপক্ষ। শোক প্রকাশ করেন আশ্রমের কাশী শাখার অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী অনঘানন্দপুরী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ সহ আশ্রমের প্রত্যেক ভক্তবৃন্দ।

গত মঙ্গলবার তথা ১৮ জুন কলকাতায় আনুমানিক ৩-৩০ মিনিটে মারা যান। তাঁর বয়স ছিল ৬৫। তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। সুভাষচন্দ্র সেন ২০১৯সালের ৩১ জানুয়ারি এএসএবি-তে তাঁর পদ থেকে অবসর নেন। তিনি ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিতি ছিল। মৃত্যুকালে স্ত্রী সুরিতা সেন, পুত্র প্রনোতো সেন এবং পুত্রবধূ প্রিয়া দে সেন সহ আরো অনেক গুণমুগ্ধ রেখে গেছেন।

Author

Spread the News