ভাবীকালের ‘সপ্তাহ রঙ্গ উৎসব’ শুরু হচ্ছে ২৯শে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : শিলচরে ‘সপ্তাহ রঙ্গ উৎসব’ শীর্ষক নাট্যোৎসব আয়োজন করছে দ্বিতীয়বারের মতো ভাবীকাল থিয়েটার গ্ৰুপ। আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ অবদি গান্ধী ভবনে চলবে উৎসব। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫ টায় সূচনা হবে উৎসবের। এবছর ভাবীকালের ৪০ বছর পূর্তি উপলক্ষে উদযাপনের অঙ্গ হিসেবে এই উৎসব পাচ্ছে আন্তর্জাতিক ব্যাপ্তি। আসছেন বাংলাদেশের বহুখ্যাত নাট্যকাল মহাকাল নাট্য সম্প্রদায়।

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন দুইটি করে নাটক উপস্থাপিত হবে। ৩ মার্চ উৎসবের সমাপ্তি সন্ধ্যা আয়োজিত হবে শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে। ঢাকার দলটি ছাড়াও রয়েছে অসম ও পশ্চিমবঙ্গের আরও ছয়টি দলের উপস্থাপনা। ২৯ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে নিতৃনীড়, করিমগঞ্জের নৃত্যনাট্য “দেশহারাদের আত্মকথা”। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত নাটক “ভৌতিক” পরিবেশন করবে অন্য ভাবনা বর্ধমান। ১ মার্চের প্রথম নাটক পাথারকান্দি নাট্য জনের “নুপুর মাঝির বৈঠা”, রানী কুটি জিয়ন কাঠি, কলকাতা পরিবেশন করবে ওই সন্ধ্যার দ্বিতীয় নাটক “উজ্জয়িনীর অন্ধকারে”। ২ মার্চ গান্ধী ভবন মঞ্চে আজকের প্রজন্ম, শিলচরের “তিন পুতুলের গল্প” এবং বিশ্বনাথ চারিয়ালি বার নাম থিয়েটারের “তিনটি রঙ্গিন পখিলা” নাটক দুইটি মঞ্চস্থ হবে।

ভাবীকালের 'সপ্তাহ রঙ্গ উৎসব' শুরু হচ্ছে ২৯শে

৩ মার্চ বঙ্গভবন পেক্ষাগৃহে পরিবেশিত হবে মহাকাল নাট্যশালায় এই অঞ্চলের সকল স্তরের নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান ভাবীকালের সভাপতি  রঞ্জন দাস, সপ্তরাজ রঙ্গ উৎসবের আহ্বায়ক পল্লব ভট্টাচার্য, আহ্বায়ক প্রচার ও উপ সমিতি সুব্রত রায়, সপ্তরাজ রঙ্গ উৎসবের সভাপতি শান্তনু রায় প্রমুখ।

Author

Spread the News